মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার ২৯শে মে দুপুরে ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে এপিবিএনের একটি দল সহায়তা করেন।
এরমধ্যে মেয়াদবিহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে উপজেলা সদরের নতুন বাজারের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও মা-মণি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়- অভিযান চলাকালে এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্টও পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার ডায়াগনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের সনদ আছে কি না, তা তদারকি করা হয়।
অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।