আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে দুই দিনে আমদানী নিষিদ্ধ ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ ও লোকমান হোসেন নামের এক চোরকারবারিকে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ। দুই দিনে ভারতীয় চিনি জব্দের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে দু‘টি পৃথক মামলা দায়ের করেছে। আটককৃত লোকমান উপজেলার অলংকারী ইউনিয়নের ছনখাড়িগাও গ্রামের আব্দুল আলীর পুত্র।
মঙ্গলবার ২৯শে আগস্ট অভিযানে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মাকুন্দা নদীর উত্তরপাড়ে নৌকা থেকে মজুদ করার সময় ২৬ বস্তা ভারতীয় চিনি ও বৃহস্পতিবারের ৩১শে আগস্ট অভিযানে পৌর শহরের নতুন বাজারের টিএনটি রোড় এলাকাস্থ ‘লোকমান ভেরাইটিজ স্টোর’র গোডাউন থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ চোরকারবারি লোকমান হোসেনকে আটক করে থানা পুলিশ।
শুক্রবার ১লা সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরিত থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৩১শে আগস্ট পৌর শহরের নতুন বাজারে ‘লোকমান ভেরাইটিজ স্টোর’র গোডাউন থেকে থানা পুলিশের এএসআই আবু সালেহ মুছা’র নেতৃত্বে জব্দকৃত আমদানী নিষিদ্ধ ৫৩ বস্তা ভারতীয় চিনির বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা।
এব্যাপারে লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের এএসআই আবু সালেহ মুছা। মামলা নং ০১ (তাং ০১.০৯.২৩ইং)।
মঙ্গলবার ২৯শে আগস্ট উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মাকুন্দা নদীর উত্তরপাড়ে নৌকা থেকে মজুদ করার সময় থানা পুলিশের এএসআই নোয়াব আলী’র নেতৃত্বে জব্দকৃত আমদানী নিষিদ্ধ ২৬ বস্তা ভারতীয় চিনির বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। এব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের এএসআই নোয়াব আলী। মামলা নং-২১ তাং ২৯/০৮/২৩ইং।
এদিকে স্থানীয় জনসাধারণের অভিযোগ, পুলিশের খাঁচায় বন্দি হওয়া লোকমান হোসেন একজন পেশাদার চোরকারবারি। সে সিলেটের সংঘবদ্ধ চোরকারবারের সাথে জড়িত থাকায় কোন সময় থানা পুলিশের নজরে পড়েনি বিষয়টি।
দুই দিনের অভিযানে আমদানী নিষিদ্ধ ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ ও চোরকারবারিকে লোকমান হোসেন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চোরাকারবার বন্ধ করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত ছিলেন বা আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।