আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা মহাসপ্তমী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত পূজামন্ডপে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর পক্ষ থেকে ক্ষুদ্র উপহার স্বরূপ নিয়ে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান (ডিএসবি)।
আজ শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সদর সার্বজনীন পূজামন্ডপ, শ্রী শ্রী শনি মন্দির সার্বজনীন পূজামন্ডপ, কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপ কালিজুরী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন মন্ডপে পৃথক সভায় প্রধান অতিথির হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, যুগ যুগ ধরে বাঙালীরা ঐক্যবদ্ধভাবে সকল ধর্মের মানুষের বিভিন্ন উৎসবের আনন্দ একসাথে উপভোগ করে আসছেন।
যারাই ওই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার অপরাধীদের শাস্তি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। আর যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে শান্তি বিরাজমান থাকার পাশাপাশি হবে উন্নত।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হচ্ছে বাংলাদেশ। সুদীর্ঘকাল থেকে তাই বাঙালীরা সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসবগুলো এক সাথে মিলে মিশে উপভোগ করে আসছেন।
আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে বাঙালী জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো অটুট হয়েছে।
বিশ্বনাথ সদর সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সুব্রত ধর বাপ্পী, শ্রী শ্রী শনি বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি বিজয় চন্দ্র দেব, শ্রী শ্রী কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সমীর রঞ্জন দাসের যৌথ পরিচালনায় সভাগুলো অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেন আহমেদ, এসআই কবির উদ্দিন, এ এসআই সবুজ নাইডুসহ আরোও উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।