আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল রহমান(১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার ৬ই সেপ্টেম্বর বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।
নিহতের বড় ভাই সাজুর আলী জানান, আমার নিকটাত্মীয় বোন জামাই শেখের গাঁও গ্রামের আবদুর রহিম’র মটরসাইকেল একদিন আগে চেয়ে নিয়ে আসে সাইদুল। ঘটনার দিন সে ওই মটরসাইকেল যোগে সিংগেরকাছ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর জখম হয় পেট ও পায়েও আঘাত পায় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, ডাক্তার তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডেকিলে কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর উদ্দিন জানান, নিহত সাইদুল পড়ালেখা ছাড়ার পর তার পিতার সাথে কাজে সহায়তা করতো। তাকে হারিয়ে পুরো পরিবার শোকে পাথর।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।