আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, একজন জনপ্রতিনিধির প্রধান কাজ হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যমুক্ত সমাজ গড়তে এবং মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষে সততার সাথে নিজের দায়িত্ব পালন করা।
বৈষম্যমুক্ত সমাজ গঠনের স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেখতেন। সকল কাজে মুজিব আদর্শের সঠিক বাস্তবায়ন হলেই নির্মিত হবে স্বপ্নের সোনার বাংলা। আর এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অনিয়ম-দূর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলো যাতে সঠিতভাবে বাস্তবায়িত হয় সেদিকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে রাষ্ট্রের মালিক জনগণকে।
জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত নিজের উপর অর্পিত দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি মানুষের ন্যায অধিকার নিশ্চিত করতে সকল অনিয়ম-দূর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।
তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে প্রায় ১২ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন কাজের পৃথক ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রকল্পগুলোর মধ্যে প্রায় ৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র সংস্কার কাজ ও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথ-পীরেরবাজার-জগন্নাথপুর সড়কের পৌর এলাকার আঙ্গারুকা ব্রীজ নির্মাণ কাজ।
পৌর এলাকার আঙ্গারুকা ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক এবং পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জহুর আলী।
দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। লামাকাজী বাজারে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, শিক্ষক আমিনুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মুফতি সুয়াইব আহমদ।
অনুষ্ঠানগুলোতে লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, আফজল হোসেন, শাহনুর হোসাইন, জসিম উদ্দিন, মহিলা মেম্বার সোহাদা বেগম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, নজরুল ইসলাম আজাদ, হেলাল আহমদ, ফিরুজ আলী, তোফায়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।