এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের একটি জমি থেকে ইকবাল হোসেন(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
পরে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল ৩১শে আগস্ট সকাল ৬টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন শিকারপুর গ্রামের তাজ উদ্দিন সরকার বাড়ির মরহুম আব্দুল জলিলের ছেলে। তিনি একজন শ্রমিক ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৮টায় তার মা শাহানারা বেগম ও স্ত্রীর কাছে জানান যে নিমসার বাজারে কাজে যাচ্ছে। ওই রাতে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি।পর দিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাশের বাড়ির লোকজন ইকবাল হোসেনকে পানি জমে থাকা জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের জানালে তারা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জাকির হোসেন আরো জানান, ইকবাল মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় অসুস্থ হয়ে ওই জমিতে পড়ে তার মৃত্যু হয়। তার দুই বছরের একটি মেয়ে আছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা কয়েক মাসের।বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জাবেদুল ইসলাম বলেন,‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। জানতে পেরেছি, ইকবাল হোসেন মৃগী রোগী ছিলেন।’মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি পরে জানা যাবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।