৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগানে মানববন্ধন করেছে “বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি” তারাগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে “বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি” তারাগঞ্জ উপজেলা শাখা মানববন্ধন করেন। এতে সোসাইটি অন্তর্ভূক্ত স্থানীয় ২৫টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পূনরায় বৃত্তি পরীক্ষা চালু করা হলেও সমানভাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। যা সাংবিধানিক ভাবে শিক্ষা-সমতা নীতির পরিপন্থী, শিশুদের অধিকার হরণ ও শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য করার শামিল। এ সময় সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত না হলে এই আন্দোলন আরও জোড়ালো হবে হুশিয়ারী দেন তারা।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মো. বকুল ইসলাম এবং সদস্য এ্যাড. কাজী সমাছুল হুদা। তারা অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
এসকেএস মডেল স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, একই পাঠ্যক্রমে শুধু প্রতিষ্ঠানগত পার্থক্যের কারণে একটি শিশু শিক্ষার্থীদেরে মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি করেন। এ সময় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে কোনো কারণ ছাড়া- এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তোলেন।
উল্লেখ্য যে, মানববন্ধন শেষে কিন্ডারগার্টেনের শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।