মনিসা মৌ- রংপুর মহানগর প্রতিনিধিঃ
নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় রংপুর নগরীর শালবন ইন্দারা মোড়স্থ ম্যুরালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সদস্য সোনালী রায়,জুলি বাসফোর প্রমুখ। সেখানে মহীয়সী বেগম রোকেয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, কুসংস্কারাচ্ছন্ন সমাজের অচলায়তন ভাঙ্গতে বেগম রোকেয়া সমগ্র জীবন ব্যাপী সংগ্রাম করেছেন। নারী শিক্ষা বিস্তারের পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজও আলোকবর্তিকা হয়ে রয়েছেন। এখনও নারীরা ঘরে বাইরে সর্বত্র নির্যাতন ও নিপীড়নের শিকার।
নারী জীবনের সর্বাঙ্গীণ মুক্তি আজো মেলেনি। বৈষম্যের সমাজে শোষণ-জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বাঁচার কোনো পথ নেই। নেতৃবৃন্দ, বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে নারী মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।