সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ে (বেরোবি) ৫১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ সাইদুর রহমান এর নাম প্রকাশ করেছেন।
মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও রংপুর শাখার সভাপতি ডঃ মফিজুল ইসলাম মান্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন- স্বাধীনতা বিরোধী শক্তির বিচার করা। কোন ধর্মের মধ্যে যেন হানাহানি না হয় সেজন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনা লালন করা। সর্বোপরি স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কমিটির গঠন করা হয়েছে।
সভাপতি ডঃ মোঃ মোরশেদ হোসেনের কাছে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান- একাত্তরের ঘাতক ও দালালরা এখনো তাদের জাল বুনে যাচ্ছে। আমরা চাই যাদের এখনো বিচার হয়নি তাদের সাধারণ ক্ষমা ঘোষণা প্রত্যাহার করে আইনের আওতাই এনে যেন বিচার করা হয়। তারা যে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে সচেতন করা।
উল্লেখ্য, ১৯৯২ইং সালের ১৯শে জানুয়ারি শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল।