কামরুজ্জামান পলক- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে “বাংলাদেশ প্রসঙ্গ- বিশ্বাস, রাজনীতি এবং সমাজ” শীর্ষক একাডেমিক সেমিনার ও স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ই সেপ্টেম্বর একাডেমিক ভবন-৩ এ বিভাগটির গ্যালারি রুমে এ সেমিনার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলায়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন বিভাগটির শিক্ষক ও আমন্ত্রিত অতিথীবৃন্দ।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ হাসিবুর রশীদ, প্রো-ভিসি অধ্যাপক ডঃ সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ডঃ মজিব উদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ শান্তনু মজুমদার প্রমুখ।
রিপন আহমেদ ও সাদিয়া সিদ্দিক নির্ঝাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তানজিউল ইসলাম, সাইদুর রহমান, কাজী রেজুয়ান হোসেন, আরিফা সুলতানা ও রাজিয়া সুলতানা।
বিদায় অনুষ্ঠান শেষে “বাংলাদেশ প্রসঙ্গ- বিশ্বাস, রাজনীতি এবং সমাজ” শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ শান্তনু মজুমদার।
এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি ও সমাজের বিভিন্ন দিক আলোচনা করেন ডঃ শান্তনু। সেমিনারে বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।