রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গামারীতলা ইউনিয়ন কামালপুর ২৬শে নভেম্বর শনিবার দুপুর ১টায় গ্রামের সাদ্দাম মেম্বারের বাড়ির পাশে কাচারাস্তার উপর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়- দুপুর ১টার সময় গামারীতলা ইউনিয়ন থেকে থানায় ফোন আসে এক ব্যক্তির লাশ পড়ে আছে, নিহতের পড়নে লুঙ্গী ও গায়ে নীল গ্যাঞ্জি মুখে কাচা পাকা দাড়ি আছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় তিন চারদিন যাবৎ ঐ এলাকায় অজ্ঞাত ব্যক্তিটি অবস্থান করছিল, হঠাৎ করে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)- জালাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে আগামীকাল পাটানো হবে, কিভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর বলা যাবে এখন বলা যাচ্ছে না।