মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
গতকাল রাত অনুমান ৯.০০ ঘটিকায় নান্দাইল থানাধীন কানুরামপুর এলাকায় নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের সামনে পাকা রাস্তার উপর ইজিবাইক চালক রুবেলকে(৩২) কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী চাপাতি এবং চাকু দিয়ে ভয়ভীতি দেখায় এবং মারপিট করতে শুরু করে।
চালক রুবেলের চিৎকার শুনতে পেয়ে জনগণ নান্দাইল থানা পুলিশের রাত্রিকালীন টহল দলকে খবর দেয় এবং এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহমেদের নেতৃত্বে তারা স্থানীয় জনগণের সহযোগিতায় অটোসহ দুইজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। অটো চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয়সহ অন্য দুইজন পলাতক আসামীদের পরিচয়ও জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা হল- ১। হৃদয় সানি, পিতা-আনিফা হানিফা, সাং- হালুয়াপাড়া, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, ও ২। হাবিব(২৬), পিতা- মৃতঃ জসিম উদ্দিন, সাং- পানান, থানা- ঈশ্বরগঞ্জ-সহ দুই পলাতক আসামীর বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা নং-০৭, তারিখ-০৪/০৬/২৩ ইং, ধারা-৩২৮/৩৯৪ পেনাল কোড, রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি চাপাতি এবং ০১ টি চাকু উদ্ধার করা হয়েছে। আসামীরা আন্তঃ জেলা ছিনতাই চক্রের সদস্য বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।