রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
আজ ২৬শে নভেম্বর শনিবার “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২২’র ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ফুটবল দল অনূর্ধ্ব-১৭- এর খেলোয়ারদের ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের খেলোয়ার, কোচ ও সংশ্লিষ্টদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ; চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার আহমেদ শুভসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ; কোচ নাসির হোসেন; ম্যানেজার মোঃ হাসিম উদ্দিন চানু; জনাব সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সহঃ সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা; জনাব মাসুদ রানা আহমেদ, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন; মাহাবুবুল আলম মাসুম, অতিরিক্ত সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা;মোঃ আব্দুল বারী, জেলা ক্রীড়া কর্মকর্তা, ময়মনসিংহ-গণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।