রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
৬ই নভেম্বর রবিবার রেঞ্জ ডিআইজি অফিস এ ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার স্টাডি ট্যুরের অংশ হিসেবে রেঞ্জ ডিআইজি অফিসে আগমন করে। শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহসহ অত্র রেঞ্জ অফিস ও রেঞ্জাধীন ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ এবং রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সংক্রান্তে আলোকপাত করেন।