মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে পল্লীতে পাঠাগার তুলে জ্ঞানের আলো ছড়াচ্ছেন সৈয়দ আবুল হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০১৫ইং সালে নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ডাসার উপজেলার ডাসার গ্রামে একটি পাঠাগার নির্মাণ করেন। নামকরণ করা হয় সৈয়দা ইরন নাহার পাঠাগার। সেখানে বিভিন্ন ধরণের বইয়ের পাশাপাশি গড়ে তুলেছেন মুজিব কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার। প্রতিষ্ঠার পর থেকে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় বই পড়ায় উদ্বুদ্ধ করা হচ্ছে। পাঠাগারের পক্ষ থেকে প্রতি বছর নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দিবসও পালন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা পাঠাগারটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। মাঝে মধ্যে বিভাগ ভিত্তিক বই পড়া প্রতিযোগিতা ও রচণা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাঠকদের উৎসাহ দিতে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। যা ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
সৈয়দা ইরন নাহার পাঠাগারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন বলেন- শনিবার পাঠাগারের আয়োজনে ক, খ, গ এই তিনটি বিভাগে রচণা প্রতিযোহিতায় বিজয়ীদের পুরস্কৃত করতে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান ও পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম তালুকদার।
গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ শরীফ মোঃ মহিউদ্দিন, অসীম কুমার বাড়ৈ, আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সৈয়দ তুহিন হাসান, সৈয়দ তুষার হাসান, সৈয়দ ইমন, সৈয়দ রাকিব, তাসলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন। রচণা প্রতিযোগিতার বিষয় ছিলো ক-বিভাগে মাতা-পিতার প্রতি সন্তানের কর্তব্য, খ-বিভাগে সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে পাঠাগারের ভূমিকা এবং গ-বিভাগে শিশু-কিশোর মননশীলতায় পাঠাগারের ভূমিকা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।