রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে কোভিড-১৯ কার্যকর সনাক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪শে মে বেলা ১১ ঘটিকার সময় ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা কার্যকর সনাক্তকরণ বিষয়ে দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা পিএইচডি’র ট্রেনিং অফিসার শাহরিয়ার ইসলাম অন্তরা। এতে সহযোগিতা করেন মামনি প্রজেক্টের ইউনিয়ন সুপারভাইজার কাওছার আলম। এতে প্রায় ২০ জন কমিউনিটি সাপোর্ট টিম অংশ গ্রহণ করে।
ঘটমাঝি ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত কর্মশালা সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পঃ ইমার্জেন্সি রেসপন্স কোভিড-১৯ প্যান্ডেমিক।
ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য লাইলা বেগমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ ডাঃ মোঃ সিরাজুল হক সরদার, চিড়াইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাচ্চু হাওলাদার, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক ইমদাদুল হক মিলন, চিড়াইপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সামসুন নাহার, স্বাস্থ্য সহকারী সামসুন নাহার সেতু, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী মোসাঃ সীমা খানম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com