মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার সকালে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ও কলেজ গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ওবাইদুর রহমান খান, পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর বঙ্গবন্ধু পরিষদ‘র সভাপতি প্রফেসর মোঃ নুরুল হক মিয়া, সহঃ সভাপতি হিতেন চন্দ্র মন্ডল, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাধারণ সম্পাদক এ্যাডঃ যতীন সরকার, ইউসূফ কালু প্রমুখ।