রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নজরুল সংগীত শিল্পী পরিষদ, মাদারীপুর জেলা শাখা নানা কর্মসূচি গ্রহণ করে। শনিবার সন্ধা ৭টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোতিায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সুনীল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, ওবাইদুর রহমান খান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল বাশার টফি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে “দরিরামপুর ও দৌলতপুরে নজরুল” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ) মোহাম্মদ আসাদুজ্জামান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে “উন্নত মম শির” নামে একটি বর্ণিল স্মরণিকা প্রকাশ ও বিতরণ করা হয়েছে। সঞ্চালনায় ছিলেন কে.এম হাবিবুর রহমান ও আফরোজ জাহান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com