মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৩১শে মে বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে অনুর্ধ্ব ১৭ বালিকা বালিকা টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুর জেলার ৪টি উপজেলার টিম অনুর্ধ্ব ১৭ বালক বালিকা অংশগ্রহণ করে।
মাদারীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজীসহ অনেকেই।
জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী বলেন- জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজন জেলা পর্যায়ের আজকের এই খেলা। ৩দিন ব্যাপী এই খেলায় বালিক ৪টি ও বালিকা ৪টি মোট ৮টি ম্যাচ খেলবে। আজকের উদ্বোধন ম্যাচে প্রথমে শিবচর ও কালকিনি বালিকা দল ২-০ গোলে সেমিফাইনালে শিবচর বালিকা দল এবং পরে কালকিনি ও শিবচর বালক দল ১-০ গোলে সেমিফাইনালে কালকিনি বালক দল বিজয়ী লাভ করে।
আজকের এই খেলায় বালিকা দলে রেফারি হিসেবে ছিলেন- মোঃ নান্নু মুন্সি, মাসুদুর রহমান বাবু শরীফ, মিজানুর রহমান লাল এবং বালক দলে বাবু ত্রিনাথ দাস, মুশফিকুর আহসান নবীন, আফজাল হোসেন মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবু ত্রিনাথ দাস।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।