Friday, April 19, 2024
Homeঢাকা বিভাগমাদারীপুর জেলামাদারীপুরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদকের অভিযান

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা নির্ধারিত প্রকল্পের অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ৩১শে অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান জানান- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ইং অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ ভূয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments