মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার ২২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এজন্য প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল ১০টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হয়েছে। সারাদেশের ২২ জেলায় দ্বিতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন জানান- আজকে মাদারীপুর জেলার ৪টি উপজেলার সকল পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষা জেলা সদরের ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৯‘শ ২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে। পরীক্ষার হলে প্রবেশের জন্য প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক ছিল। তিনি জানান আজকের পরীক্ষায় কোন অভিযোগ নাই৷ পরীক্ষা সুষ্ঠু হয়েছে ।
এদিকে চরমুগরিয়া মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থী অসুদপায় অবলম্বন করায় তাদেরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানিয়েছেন ঐ কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজৈর উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান। এছাড়া চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে বিলম্বে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসায় তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নি।
ঐ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী চায়না শেখ এর কাছে পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে তিনি জানান- পরীক্ষা খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তবে প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে। আজকের পরীক্ষা ছিল গত ২০২০ সালের বিজ্ঞপ্তি । পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ পরীক্ষা পরিচালনা কমিটি রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।