সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে বন্ধন পরিবারের পক্ষ থেকে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গণে সামাজিক কাজের অংশ হিসেবে অত্র কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া।
সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম, পাশে আছি মাদারীপুর এর সাধারণ সম্পাদক বায়েজিদ মিয়া, উত্তর চিড়াইপাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমদাদুল হক মিলন, প্যাথলজিষ্ট সাইফুল ইসলাম, বন্ধনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার আখি, সহ সম্পাদিকা বুলবুলি, সাংগঠনিক সম্পাদক রিফাত সরদার, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ অনেকেই।