Friday, April 19, 2024
Homeঢাকা বিভাগমাদারীপুর জেলামাদারীপুরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

মাদারীপুরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মদারীপুরে শৈত্যপ্রবাহ আর কনকনে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। গরম কাপড়ের অভাবে অনেককে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়- এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই। তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

রিকশাচালক সলেমান মুন্সী বলেন- ‘হাত-পাও আর চলে না। ঠাণ্ডায় সব কিছু জইম্মা আইতাছে। ঘরে বসে থাকলে আবার খাওন জুটব না। রিকশাডা লইয়া বাইর অইছিলাম, কিন্তু যাত্রী পাই না। এইহানে আগুন জ্বালানো দেইখ্যা নামলাম।

মাদারীপুর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুর রহমান সান্টু বলেন- শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক দিনের তুলনায় এটাই সর্বনিম্ন। তাপমাত্রা আরো কমতে পারে।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানান তিনি। মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন বলেন- জেলায় ইতিমধ্যে ৩১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নতুন করে আরো এক লাখ ২০ হাজার কম্বল চাওয়া হয়েছে। এর মধ্যে ২৫ হাজার কম্বল পাওয়া গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments