মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর ৬ মাসের অন্তঃসত্ত্বা থানায় মামলা নির্যাতিতার বাবা বাদী হয়ে সোমবার রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বর(২২) নামে মামলাটি করেন। এছাড়া মামলায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করা হয়। এরইমধ্যে নির্যাতিতার শারিরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ তুলে ধরে জবানবন্দিও দিয়েছে।
মামালার বিবরনে জানা যায়- ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের বখাটে ছেলে ৫ শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয় আর আতঙ্কে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবার থেকে গোপন রাখে।
সম্প্রতি শিক্ষার্থীর পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মেমোরিয়াল হস্পিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আল্টাসনোগ্রাম করলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে স্থানীয় মাদবরদের জানালে দফায় দফায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়া হয়। পরে গণমাধ্যমকর্মী ও পুলিশের সহযোগিতায় থানায় মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার জানান- এই ঘটনায় আসামীদের ধরতে চলছে অভিযান। নির্যাতিতার শারিরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।