মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিদাবে মোঃ আমিনুল ইসলাম মন্ডলের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে মোঃ আমিনুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোঃ আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপি’র গনিপুর গ্রামের মোঃ মোজাহার আলীর পুত্র এ্যাড. মোঃ সফিউল ইসলাম(৩২) গংরা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বের সত্রæতার জের ধরে গত ১৭/১০/২০২৪ইং তারিখে গভীর রাত্রীতে ৩ একর জমির ধান ক্ষেতে আগাছা নাশক বিশ স্প্রে করে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় গত ১৯/১০/২০২৪ইং তারিখে একটি লিখিত অভিযোগ করি।
গত ২০/১০/২০২৪ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এ্যাড. মোঃ সফিউল ইসলাম নিজে বাঁচার জন্য নিজেই ষড়যন্ত্র করে বাড়ী পোড়ানো ও মারপিটের অভিযোগ এনে গত ২৪/১০/২০২৪ইং তারিখে ২৪জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ১৮/১০/২০২৪ইং তারিখে জমিতে গিয়ে দেখি জমির ধান হলুদ হয়ে গেছে। স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে তারা বলে তোমাদের প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে ধান ক্ষেত পুড়ে দেয়।
এই ঘটনায় প্রতিপক্ষ সফিউল ইসলাম গংরা প্রতিনিয়ত আমার পরিবার ও এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। এই মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করছি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে মানববন্ধন সহ কর্মসূচী ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গনিপুর গ্রামের মোঃ খাজের মোল্লা, মোছাঃ মুরশিদা বেগম, মোঃ শাহিন, মোঃ কদরজ্জামান, মোঃ ইমরান সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে প্রকৃত ঘটনা তুলে ধরেন।