মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
কুমিল্লায় মাদক সহ র‌্যাবের হাতে গ্রেপ্তার-১ রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নড়াইলে সালমান হত্যা মামলা আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবার অনিয়মে পেশাজীবী পরিষদের মানববন্ধন পিরোজপুরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে রংপুরে গৃহবধূ নির্যাতনে গর্ভপাত- মামলা তুলে নেয়ার হুমকি কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ ফুলবাড়ীতে জমিজমার বিরোধ মারপিট আহত-১ ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১ নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ পুঠিয়ায় রাজশাহী পূর্ব জেলা মজলিসে সুরা অধিবেশন পীরগঞ্জে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ধুনটে অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগ ধুনটে কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার নড়াইলে দুই ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪ ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন

মিরসরাইয়ে ই-কমার্স ব্যবসায় বাড়ছে নারী উদ্যোক্তা

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনাকালীন সময়ে মানুষের বেঁচে থাকার জন্য নানা উপকরণের যোগান দিতে মফস্বলে গড়ে উঠেছে অনেক ই-কমার্স উদ্যোক্তা।

প্রথমে শখের বসে শুরু করলেও ধীরে ধীরে পেশা হিসেবে জড়িয়ে যান। মিরসরাই উপজেলায় বর্তমানে শতাধীক ই-কমার্স উদ্যোক্তা রয়েছে।

এসব উদ্যোক্তাদের বেশিরভাগ হচ্ছেন নারী। স্যোসাল মিডিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম ”মিরসরাই ই-কমার্স ফোরাম” (ম্যাফ) ও সরকারি মার্কেট প্লেস ”লাল সবুজ ডটকম” (অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন) এ নারী উদ্যোক্তারা নিবন্ধিত হয়ে তাদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রি করতে পারেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পন্যের ক্রেতাদের বিশাল অংশ রয়েছে ।বর্তমান সময়ে পন্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারনে বেচাকেনা কমে যাওয়ায় এসব গ্রামীন নারী উদ্যোক্তাদের পুঁজিতে টান পড়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন নারী উদ্যোক্তারা।তাদের দাবি নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন ও আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারী সহায়তার বিকল্প নেই।

মিরসরাইয়ে ই-কমার্স নারী উদ্যোক্তাদের মধ্যে বেশির ভাগ কাজ করেন হোম মেইড ফুড ও হ্যান্ডি ক্রাফট সামগ্রী, কুশি কাটার নিয়ে।

এদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন যারা তারা হলেন- নাঈমা চৌধুরী, তৃষা অঞ্জুমান,আফরোজা ঈশান, বেনজির জাহান, নাদিয়া চৌধুরী, রাজিয়া সুলতানা তানিয়া, নিশিতা ইসলাম (মোহসিনা), ফেরদৌস আরা, নাসরিন, মারুফা সুলতানা, সামীনা ইয়াছমিন, মুসলিমা আক্তার, সাদিয়া আফরিন অহনা, আলিফা ইসলাম, সেলিনা আক্তার।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন- নারীর ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক মুক্তি প্রয়োজন।

এজন্য একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রামীণ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই হচ্ছে সরকারের লক্ষ্য।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ বলেন- নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে, একটা সময় আর সঙ্কট থাকবে না। আমারা নারীদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করছি। ২শতাধিক নারীকে আমাদের অফিস থেকে আয় বর্ধক আত্ন কর্মসংস্থান মূলক সেলাই ও ক্রিস্টাল সামগ্রী তৈরি হ্যান্ডি ক্রাফট তৈরির প্রশিক্ষন দেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) আসমাউল হুসনা তন্বি জানান- গ্রামীণ নারী উদ্যোক্তারা সরকারি ভাবে “লাল সবুজ ডটকম” প্ল্যাটফর্মে তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আগামী ৩ এপ্রিল উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষন চালু হবে। তখন উদ্যোক্তাদের জন্য আরো সুযোগ সৃষ্টি হবে।

মিরসরাই ই-কমার্স ফোরাম” (ম্যাফ) এর প্রতিষ্ঠাতা এডমিন শরিফ মাহমুদ জানান- মিরসরাই ই-কমার্স ফোরাম (ম্যাফ) যাত্রা শুরু করেছে ২০০০ সালে। ইকমার্স উদ্যোক্তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। বিভিন্ন হোম মেইড আইটেম হ্যান্ডিক্রাফট পন্য নিয়ে তারা বেশি কাজ করেন। দিনদিন অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়ছে। আহামীতে এ ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে।

নারী উদ্যোক্তাদের মধ্যে প্রথম সারির উদ্যোক্তা নাঈমা চৌধুরী বলেন, মানুষ যখন করোনার ভয়ে গৃহবন্ধী ছিলো তখন আমরা মৃত্যুর ভয় না করে মানুষের দৈনন্দিন চাহিদা পুরন করেছি।

নারী উদ্যোক্তাদের জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষন, পন্য বিক্রিতে সহায়তা এবং বিনা শর্তে ঋন চালু করা উচিত। নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল করতে হলে সরকারী সহায়তার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com