নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনাকালীন সময়ে মানুষের বেঁচে থাকার জন্য নানা উপকরণের যোগান দিতে মফস্বলে গড়ে উঠেছে অনেক ই-কমার্স উদ্যোক্তা।
প্রথমে শখের বসে শুরু করলেও ধীরে ধীরে পেশা হিসেবে জড়িয়ে যান। মিরসরাই উপজেলায় বর্তমানে শতাধীক ই-কমার্স উদ্যোক্তা রয়েছে।
এসব উদ্যোক্তাদের বেশিরভাগ হচ্ছেন নারী। স্যোসাল মিডিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম ”মিরসরাই ই-কমার্স ফোরাম” (ম্যাফ) ও সরকারি মার্কেট প্লেস ”লাল সবুজ ডটকম” (অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন) এ নারী উদ্যোক্তারা নিবন্ধিত হয়ে তাদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রি করতে পারেন।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পন্যের ক্রেতাদের বিশাল অংশ রয়েছে ।বর্তমান সময়ে পন্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারনে বেচাকেনা কমে যাওয়ায় এসব গ্রামীন নারী উদ্যোক্তাদের পুঁজিতে টান পড়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন নারী উদ্যোক্তারা।তাদের দাবি নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন ও আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারী সহায়তার বিকল্প নেই।
মিরসরাইয়ে ই-কমার্স নারী উদ্যোক্তাদের মধ্যে বেশির ভাগ কাজ করেন হোম মেইড ফুড ও হ্যান্ডি ক্রাফট সামগ্রী, কুশি কাটার নিয়ে।
এদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন যারা তারা হলেন- নাঈমা চৌধুরী, তৃষা অঞ্জুমান,আফরোজা ঈশান, বেনজির জাহান, নাদিয়া চৌধুরী, রাজিয়া সুলতানা তানিয়া, নিশিতা ইসলাম (মোহসিনা), ফেরদৌস আরা, নাসরিন, মারুফা সুলতানা, সামীনা ইয়াছমিন, মুসলিমা আক্তার, সাদিয়া আফরিন অহনা, আলিফা ইসলাম, সেলিনা আক্তার।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন- নারীর ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক মুক্তি প্রয়োজন।
এজন্য একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রামীণ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই হচ্ছে সরকারের লক্ষ্য।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ বলেন- নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে, একটা সময় আর সঙ্কট থাকবে না। আমারা নারীদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করছি। ২শতাধিক নারীকে আমাদের অফিস থেকে আয় বর্ধক আত্ন কর্মসংস্থান মূলক সেলাই ও ক্রিস্টাল সামগ্রী তৈরি হ্যান্ডি ক্রাফট তৈরির প্রশিক্ষন দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) আসমাউল হুসনা তন্বি জানান- গ্রামীণ নারী উদ্যোক্তারা সরকারি ভাবে “লাল সবুজ ডটকম” প্ল্যাটফর্মে তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
আগামী ৩ এপ্রিল উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষন চালু হবে। তখন উদ্যোক্তাদের জন্য আরো সুযোগ সৃষ্টি হবে।
মিরসরাই ই-কমার্স ফোরাম” (ম্যাফ) এর প্রতিষ্ঠাতা এডমিন শরিফ মাহমুদ জানান- মিরসরাই ই-কমার্স ফোরাম (ম্যাফ) যাত্রা শুরু করেছে ২০০০ সালে। ইকমার্স উদ্যোক্তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। বিভিন্ন হোম মেইড আইটেম হ্যান্ডিক্রাফট পন্য নিয়ে তারা বেশি কাজ করেন। দিনদিন অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়ছে। আহামীতে এ ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে।
নারী উদ্যোক্তাদের মধ্যে প্রথম সারির উদ্যোক্তা নাঈমা চৌধুরী বলেন, মানুষ যখন করোনার ভয়ে গৃহবন্ধী ছিলো তখন আমরা মৃত্যুর ভয় না করে মানুষের দৈনন্দিন চাহিদা পুরন করেছি।
নারী উদ্যোক্তাদের জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষন, পন্য বিক্রিতে সহায়তা এবং বিনা শর্তে ঋন চালু করা উচিত। নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল করতে হলে সরকারী সহায়তার বিকল্প নেই।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।