বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিচারবহির্ভুত হত্যা, গুম খুন ও মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি‘র দেশব্যাপী চলমান কর্মসূচী বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেন।
এতে মুন্সিগঞ্জ ছাত্রদলের নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায়। সহযোদ্ধারা শাওনের মৃত্যুর প্রতিবাদে তাৎক্ষণিক গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও গাছা মেট্রো থানা ছাত্রদলের সদস্য সচিব মোমিনুর রহমানের নেতৃত্বে গাছা থানা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করে ছাত্রদলের নেতা কর্মীরা।
মিছিল শেষে এক প্রতিবাদ সভায় মোমিনুর রহমান তার বক্তবে বলেন- বরিশাল ভোলার নূরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন হত্যা সহ বিভিন্ন জেলায় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ করে যে রক্ত ঝড়িয়েছেন তার হিসাব করায় গন্ডায় রাজপথে নিতে প্রস্তুত গাজীপুর মহানগর ছাত্রদল।