বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে অপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গী আর মোসাদ-র-আইএসের এজেন্টদেরকে না বলুন। তা না হলে এরা আমজনতাকে আরো কষ্ট-যন্ত্রণায় ফেলবে।
আজ ৭ই জানুয়ারী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নতুনধারার জেলা-উপজেলা শাখা সক্রিয়করণ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন- দেশের মানুষকে বোকা বনাতে ২০১৮ইং সালের নির্বাচনের মত করে আবারো পিএইডি হোল্ডার-সাবেক ভিপিসহ বিভিন্ন ধরণের প্রতারকদেরকে মাঠে নামাচ্ছে দেশি-বিদেশী বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিকভাবে অপরাধূ-দুর্নীতিবাজদেরকেই ক্ষমতায় রাখতে এবং আনতে কাজ করছে। এদেরকে চিহ্নিত করুন এবং না বলুন।
প্রেডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন চৌধুরী, মিডিয়া সেল সদস্য শেখ লিজা, আল আমিন মুন্না প্রমুখ এসময় বক্তব্য রাখেন।