রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আতিকুর রহমান রিপন(২৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল চারটায় গফরগাঁও পৌর শহরের সালটিয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়- রিপন পৌর শহরের সালটিয়া গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি রেল লাইনের পাশে ছিটকে পড়ে যান।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন- ট্রেনের সাথে ধাক্কা লেগে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে।