রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এই সড়কটির ত্রিশাল অংশের অধিকাংশ জায়গায় ট্রাক, বাস, মলম গাড়ি, অটো গাড়ি, থ্রী হুইলার, লড়ি, ট্রলি দাড়িয়ে থাকে। ফলে মহাসড়কে যানজট লেগেই থাকে।
বিশেষ করে মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কে থ্রী হুইলার, অটো গাড়ি ও ব্যাটারী চালিত রিক্সা দাড়িয়ে থাকার ফলে চার লেনের মহাসড়কটি হয়ে গেছে দুই লেন।
প্রতিনিয়তই ভোগান্তির স্বীকার হতে হয় সাধারণগন। ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সেজন্য যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে অংশটুকু পর্যন্ত ২৬শে সেপ্টেম্বর কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ দ্বারা ত্রিশালে সাধারণ জনগনের যানজট সড়ক দূর্ঘটনা নির্মূলে র্দীঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় ত্রিশালে ট্রাফিক পুলিশ দিতে সক্ষম হয়েছে।এখন থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
টি আই বেলায়েত হোসেন বলেন – যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করে যাব।
এদিকে ত্রিশালের সাধারণ জনগন মনে করেন ট্রাফিক পুলিশ যানজট নির্মূল ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করলেই আমরা খুশি ও আনন্দিত!