বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রংপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আলী আকবর মন্ডল আর নেই রাজশাহীর মহানগরীতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলসহ গ্রেফতার-২ ধুনটে গোপালনগর ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার বিক্ষোভ পুঠিয়া জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এফডিইবি’র উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জে জামায়াতের পেশাজীবি বিভাগ আয়োজিত ইফতার মাহফিল র‌্যাব-১১, সিপিসি-২’র অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার পীরগঞ্জে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিতে গিয়ে ২ পুলিশ আহত ধুনটে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ঠাকুরগাঁও জেলা যুবদল ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা র‌্যাব-১১, সিপিসি-২’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক মেরামতে বাধা, চাঁদার দাবিতে মারধর! ধুনটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আরো কমেছে ফুলবাড়ীতে মোবাইল কোট অভিযান চালিয়ে অবৈধ জাল ধ্বংস পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে স্ট্যান্ডার্ড গ্রুপের ১৮৫ বিঘা জমির ক্রয় সংক্রান্ত অনিয়ম ও আবাদি জমি পতিতকরণসহ বিভিন্ন অভিযোগ

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালের আমীরাবাড়ী ইউনিয়নের কাঁঠালীবন্দ গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অদূরে নামমাত্র মূল্যে কেনা স্ট্যান্ডার্ড গ্রুপের প্রায় ১৮৫ বিঘা জমি এক যুগ ধরে পতিত অবস্থায় রয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরীর জন্য নামমাত্র মূল্যে জমি কিনে পতিত রাখায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন জমিদাতা ও স্থানীয় এলাকাবাসী। অন্যদিকে স্ট্যান্ডার্ড গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক ১৫ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। বাউন্ডারী করে সেসব জমি দখল করেছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

এ নিয়ে জমির মালিকরা পুলিশ সুপার বরাবর আবেদন দিলেও কোন সুরাহা মিলেনি। শুধু ফসলী জমি নয় কবরস্থান দখল করে নেওয়ায় সেখানেও পূর্বপুরুষদের কবর জিয়ারত করতে যেতে পারছেন না স্বজন না। কবরের নির্দিষ্ট চিহ্ন সমূহও নষ্ট করে ফেলা হচ্ছে। কবর স্থানে বার বার সাইনবোর্ড দেওয়া হলেও সাইনবোর্ড তুলে ফেলার অভিযোগ কোম্পানীর বিরুদ্ধে। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে একজন ঠিকাদার ৩ কোটি ৩৫লাখ টাকার বালু সরবরাহ করলে স্ট্যান্ডার্ড কোম্পানীর মেসবাহ উদ্দিন নামের একজন কর্মকর্তা সে টাকা তুলে আত্মসাৎ করায় ওই ঠিকাদার টাকা উত্তোলনের জন্য আদালতে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,ত্রিশালের আমীরাবাড়ী ইউনিয়নের কাঁঠালীবন্দ গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অদূরে গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপনের জন্য ২০০৮ সাল থেকে নামমাত্র মূল্যে স্ট্যান্ডার্ড গ্রুপ কৃষি জমি ক্রয় শুরু করে। ২০১৪ সাল পর্যন্ত প্রায় দেড়শ বিঘা জমি ক্রয় সম্পন্ন করে বাউন্ডারীর কাজ শুরু করেন। এলাকাবাসী মনে করেছিল বাউন্ডারীর কাজ শেষে শুরু হবে কোম্পানীর ফ্যাক্টরীর কাজ। কিন্তু ২০২২সাল পর্যন্ত এভাবেই পড়ে আছে এই জমি। এতে ক্ষুদ্ধ জমিদাতারা। তিন ফসলী এই জমি পতিত থাকায় বছরে হাজার হাজার মন ধান উৎপাদন ব্যহত হচ্ছে।

স্থানীয় আব্দুর রহমান জানান- আমরা তিন ভাই মিলে এই কোম্পানীতে ২০ একর জমি দিয়েছি শুধু গার্মেন্টস করবে এ জন্য। একটি গার্মেন্টস হলে এলাকার হাজার হাজার বেকারের

কর্মসংস্থান হবে, আমাদের এলাকা উন্নত হবে। আমরা ভিটেমাটি এমনকি পাকা ঘর বাড়ীও এই কোম্পানীকে দিয়ে অন্যত্র নতুন বাড়ী করেছি। এ কোম্পানী আমাদের ঘরবাড়ী দখল করে নিয়েছে। সেগুলোর ক্ষতিপূরণ দেয়নি। দীর্ঘ ১০ বছর ধরে জমিগুলো পতিত রেখেছে।

স্থানীয় মকবুল হোসেন জানান- কোম্পানী আমাদের প্রায় ১৫ বিঘা জমি অবৈধভাবে দখল করে নিয়েছে। আমাদেরকে কোন টাকা দেয়নি,আমরা কোন দলিল দেয়নি। এখন আমাদের জমিতে গেলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও পুলিশ দিয়ে হয়রানী করে।

বুলবুল জানান- আমার ২০ শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছে। আমি গরীব মানুষ। এর বিচার চাই।

রফিকুল আলম জানান- আমার ১৩ শতাংশ জমি কোম্পানী জোর করে দখল করে নিয়েছে। কিছু বললে পুলিশ দিয়ে হয়রানী করে। কবরের জমিতেও আমাদের যেতে দেয় না। আমরা খুব কষ্টের মধ্যে আছি।

স্থানীরা জানান- ২০১৪ইং সাল থেকে শুরু হয় সীমানা প্রাচীর নিমাণ কাজ। সীমানা প্রাচীর নির্মাণ কাজে ইট, বালু, ও কাঠ সরবরাহের কার্যাদেশ পান স্থানীয় জে কে এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী মালামাল সররাহ করা হয়, নিয়মিত বিল প্রাপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জে কে এন্টার প্রাইজ স্ট্যান্ডার্ড গ্রুপ অব কোম্পানীর ভিটি বালু দিয়ে মাটি ভরাটের কার্যাদেশটিও পায়। চুক্তি অনুযায়ী ১৪ টাকা ফুট দরে ২৩ লাখ ৯৫ হাজার ৬শত ৯৭ ফুট বালু সরবরাহ করা হয়। মোট ৩৪টি ভাউচার এর মাধ্যমে ৩ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকার বিল কোম্পানীতে পাঠায় জে কে এন্টারপ্রাইজ।

কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন কোম্পানী থেকে জাল স্বাক্ষর করে সুকৌশলে গত ৮/০১/২০১৬ তারিখে জে.কে এন্টারপ্রাইজের বিলটি উত্তোলন করেন। বিলের খোঁজ নিতে গিয়ে জে কে এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান জানতে পারেন তার স্বাক্ষর জাল করে তার বিল উত্তোলন করে নিয়েছেন কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন। এরপর তিনি কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিনকে কোম্পানী বিষয়টি জানালে তিনি বিল উত্তোলনের কথা স্বীকার করেন এবং একাধিকবার বিল দেওয়ার তারিখ করেও জে কে এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী খলিলুর রহমানকে টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।

এ ব্যাপারে জে কে এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান জানান- বিল প্রদান না করায় গত ৫ই জুলাই/২০১৮ তারিখে ত্রিশাল থানায় একটি জিডি করি। যার জিডি নং ২৭৭। সর্বশেষ গত ৩রা সেপ্টেম্বর, মেজবাহ উদ্দিন ত্রিশালের আমীরাবাড়ি ইউনিয়নের কাঠালীবন্ধ গ্রামে প্রজেক্ট এলাকায় আসলে আমি বিলের টাকার জন্য চাপ দিলে সে আমার সাথে দুর্ব্যবহার করে এবং এক পার্যায়ে মেসবাহ উদিন টাকা দিতে অস্বীকার করে ও আমাকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপরে গত ২০ সেপ্টেম্বর আমি বাদী হয়ে মেজবাহ উদ্দিনসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করি। আদালত মামলাটি সিআইডিকে তদন্ত করার নিদের্শ দিয়েছেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান জানান- এ বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নেব। ইন্ড্রাষ্টির জন্য জমি কেনা জমিতে ইন্ড্রাষ্টি হবে। না হলে সেখানে কোন ফসল করা যায় কিনা কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com