সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ভালুকা ও গফরগাঁও থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে নম্বর প্লেট বিহীন একটি সিটি-১০০ বাজাজ ও একটি পালসার-১৫০ চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।যাহা প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিতে চাই জেলা গোয়েন্দা শাখা।
২টি চোরাই মোটর সাইকেল উদ্ধারকালে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য ১। মোঃ অন্তর(২৭), পিতা-মৃত নাজিম উদ্দিন, মাতা-মোছাঃ ফাতেমা, ২। মোঃ সুজন(২৮), পিতা-মোঃ জয়নাল, মাতা-মৃতঃ সহিনা, উভয় সাং-চর হাজীপুর, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, ৩। মোঃ খোকন মিয়া(২৮), পিতা-মৃত ইন্তাজ আলী, মাতা-মৃত লুৎফন নেছা, সাং-চর জন্মেজয়, ৪। মোঃ মাহবুব আলম(৩৫), পিতা-মৃতঃ আঃ কদ্দুছ, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-সালটিয়া, উভয় থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
২টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চুরি মামলা দায়ের করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
উদ্ধারকৃত ২টি মোটরসাইকেল জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ অফিসে রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ প্রকৃত মালিক খুঁজে পেলে
২টি চোরাই মোটর সাইকেল পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে