রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে হিন্দু ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা বিজয়া শোভাযাত্রার (মঙ্গল শোভাযাত্রা) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ০৫/১০/২০২২ইং বুধবার বিকালে দূর্গাবাড়ি রোডে বিজয়া শোভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোঃ ইউসুফ আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরপ বিজয়ার শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ব্রহ্মপুত্র নদের কাচারিঘাট বিসর্জনঘাটে গিয়ে শেষ হয়।