শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
“পুলিশই জনতা- জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ওপেন হাউজ ডে পালিত হয়।
তারাগঞ্জ থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্ত্বে (২৭ জুন)-২০২৪ইং বৃহস্পতিবার তেতুল তলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আলোচ্য বিষয় থেকে জানা যায়, “নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদ, আত্মহত্যা, চুরি রোধকল্পে জন সচেতনতা বৃদ্ধি, গণ সহযোগিতার আহ্বান এবং পুলিশি সেবা আরও জনবান্ধব ও সহায়ক করতে এই “ওপেন হাউজ-ডে” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবা করাই পুলিশের কাজ। আমি বিশ্বাস করি, রংপুর জেলা ও জেলাধীন থানায় কর্মরত বিভিন্ন পদে থাকা পুলিশ সদস্য জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জরুরী প্রয়োজনে পুলিশ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আইনী সর্বোচ্চ সেবা প্রদান করতে পুলিশ বদ্ধ পরিকর।
পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, ইভটিজিং সহ নানাবিধ অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশকে সঠিক সময়ে তথ্য সহায়তা এবং নিজ নিজ এলাকায় অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
একটি অপরাধমুক্ত নিরাপদ বাসযোগ্য সমাজ গড়তে, সকলের সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে তিনি মতপ্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আবু আশরাফ সিদ্দিকী-অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) রংপুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম উদ্দিন(অব. মেজর)- সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর, দিলশাদ ইসলাম(এ্যাড.)- সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং রংপুর, মঞ্জুশ্রী সাহা- মহিলা বিষয়ক সম্পাদক, কমিউনিটি পুলিশিং রংপুর, হোসনে আরা মুন্সী- সদস্য, কমিউনিটি পুলিশিং রংপুর জেলাসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, বিট পুলিশিং সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে অফিসার ইনচার্জ ছিদ্দিকুল ইসলামের সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে” সমাপ্ত করা হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com