রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদক.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করা হয়। “জনগণের অধিকার আমাদের অঙ্গিকার” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা শেষে একটি আনন্দ র্যালী বের করে উপজেলার প্রধান সড়কের নতুন চৌপথি থেকে পুরাতন চৌপথি প্রদক্ষিণ করে।
গণ অধিকার পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের রংপুর জেলা শাখার সহ. সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সহ. সমাজসেবা সম্পাদক মো. ইছা শাহ, গণ অধিকার পরিষদ তারাগঞ্জ উপজেলার সদস্য সচিব রহমতুল্লাহ দুলু প্রমুখ।
আলোচনায় বক্তারা ভিপি নূরের আদর্শ তুলে ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে এবং গণঅধিকার পরিষদের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার সাধ গ্রহণে ভিপি নূরের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের ঐক্যমত কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগদান করেন। এসময় বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।