রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার ১৯শে জুন বেলা ১২টায় রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- রংপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ২১-৪৪২১) পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী বড়দরগা ভক্তিপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র শাহীন মিয়া(৩৫) ও একই গ্রামের ইউসুফ মিয়ার পুত্র বাবু মিয়া (৩৪) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করে। এ সময় কার চালক পালিয়ে গেলেও কারটি জব্দ করেছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।