Thursday, April 25, 2024
Homeরংপুর বিভাগরংপুর জেলারংপুরের পীরগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সুধী সমাবেশ

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সুধী সমাবেশ

মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার সদরা কুতুবপুর আমানিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মাদ্রাসা মাঠে এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- আ‘লীগ নেতা এনামুল হক আপেল, ইউপি সদস্য মুসা আলী, বকুল মিয়া, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আঃ কাদের, অভিভাবক সদস্য হারুনার রশিদ, মোস্তফা মিয়া, শিক্ষানুরাগী কামাল হোসেন, রতন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন- মাদ্রাসাটির দুর্নীতিবাজ অধ্যক্ষ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পকেট কমিটির মাধ্যমে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য সহ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি টিআর এর অর্থ ও নিয়মবহির্ভুত ভাবে মাদ্রাসার গাছ কর্তন করেও মোটা অংকের টাকা আত্মসাত করেছেন।

তাহার স্বেচ্ছাচারি কর্মকান্ডের কারনে মাদ্রাসাটি আজ ধবংসের উপক্রম হয়েছে। এ ছাড়াও প্রায় ৮ মাস ধরে তাহার মাদ্রাসায় অনুপস্থিত সহ পতাকা উত্তোলন কখন হয় না তাহার বিরুদ্ধে আরও বেশ সু-নিদৃষ্ট কিছু গুরুতর অভিযোগ রয়েছে।

এ সব অভিযোগের ব্যাপারে ইতিপুর্বে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরওে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল হয়নি। তাই বক্তারা উদ্বেগ প্রকাশ করে আবারও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য এলাকাবাসী বিগত কয়েক মাস ধরে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন কওে আসছেন। বর্তমানে ঐ মাদ্রাসায় শিক্ষুকের চেয়েও ছাত্র-ছাত্রী কম, মাদ্রাসার সম্পত্তি অন্য জায়গায় হস্তান্তর করছে বলে বক্তারা বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments