Friday, April 19, 2024
Homeরংপুর বিভাগরংপুর জেলারংপুরে আইনজীবী হত্যা মামলায় ২ জনের ফাঁসি ১ জনের যাবজ্জীবন

রংপুরে আইনজীবী হত্যা মামলায় ২ জনের ফাঁসি ১ জনের যাবজ্জীবন

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে আলোচিত আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুই আসামীর ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার ১৪ই নভেম্বর ২২ইং দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ হাসান মাহমুদুল ইসলামের আদালত।

উক্ত রায়ে বলা হয়- মামলার আসামী রতন মিয়া ও সাইফুল ইসলামের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে।

এই দুই আসামীর বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো এবং একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর আসামী মোর্শেদা বেওয়ার বিরুদ্ধে ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবনের রায় এবং একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আসামিদের আপিল করার সুযোগের কথা জানানো হয়েছে রায়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক বলেন- এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে ন্যায়বিচারের স্বার্থে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এর আগে ২০২০ইং সালের ৫ই জুন জুম্মার নামাজের সময় রংপুর মহানগরীর মডার্ন মোড় সংলগ্ন বারো আউলিয়া গ্রামে দিন-দুপুরে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে সিনিয়র আইনজীবী আসাদুল ইসলামকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments