রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের আদী নগরী মাহিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, বিএনপি নেতা মাহাবুব হোসেন চৌধুরী মিঠু, সহঃ সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এর এর আয়োজনে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রীর বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনিছুর রহমান লাকু- সদস্য সচিব রংপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রংপুর জেলা যুবদলের সদস্য, ইউপি সদস্য সাংবাদিক শাহীন মির্জা সুমন এর সঞ্চালনায়, বৃহস্পতিবার ২০শে এপ্রিল বিকাল ৫টার সময় রংপুর নগরীর মাহিগঞ্জ বাজার জেবিসেন রোডের শেঠিয়ার মোড়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু এর তত্ত্বাবধায়নে বিএনপি নেতা মোঃ মাহাবুব হোসেন চৌধুরী মিঠুর অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে একশত কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, বিএনপির নেতা রাজিব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ময়েন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শ্রী বিপ্লব রায়, বিএনপি নেতা শাজমুল ইসলাম শামীম, আরিফুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুনায়েদ চৌধুরী প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণকালে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন- দূর্ণীতিগ্রস্ত বর্তমান সরকারের আমলে দেশের সাধারণ মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে অনেক অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সামর্থ নেই পবিত্র ঈদুল ফিতরের দিনে ভালো কিছু কেনার।
তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা, নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করছেন। তারই ধারাবাহিকতায় আজ রংপুরের আদী নগরী মাহিগঞ্জের কৃতি সন্তান বিএনপি নেতা মাহাবুব হোসেন চৌধুরী মিঠুর ব্যক্তিগত উদ্যোগে এখানে একশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিএনপি নেতা, মাহাবুব হোসেন চৌধুরী মিঠু বলেন- দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশের ন্যায় রংপুরের বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা তাদের সামর্থনুযায়ী অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন। তাই আমিও লাকু ভাইয়ের সাথে পরামর্শ করে আমার সামর্থ অনুযায়ী একটু চেষ্টা করেছি।
যদিও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজ কয়েকদিন বাড়িতেই আছি। সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে মানুষের জন্য কিছু করতে পারি। ঈদ সামগ্রীর প্রতিটি পরিবারের জন্য পোলাও চাল, তেল, চিনি, সেমাই, গোসলের সাবান, মসলা ও গুড়ো দুধ মিলে মোট সাত প্রকারের পণ্য ছিলো প্রতিটি প্যাকেডে।