বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা! স্লোগানে সাতটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করাকে সামনে রেখে রংপুর মহানগরীর সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) ২০২৫ইং বিকেলে নগরীর সিটি বাজার, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, প্রেসক্লাব, জি এল রায় রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ও পথচারীদের হাতে এবং বিভিন্ন যানবাহনের চালক, যাত্রীদের লিফলেট বিতরণ করা হয়৷ জুলাই ঘোষণাপত্র সম্পর্কে জানানো এবং অভিমত শোনা হয়৷ লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সাম্য, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।
লিফলেটে উল্লেখ করা সাতটি দাবি হলো, এক. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনা মূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা, দুই. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা, তিন. অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা, চার. ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, পাঁচ. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ছয়. ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা, সাত. নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রাখা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।