বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও নতুন ব্যবসাকে সম্প্রসারণের মধ্যদিয়ে দেশের আর্থিক কর্মকান্ডকে বেগবান করতে রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রবিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেনের একাংশে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, মেলা কমিটির আহবায়ক আতিকুল্লাহ আতিকসহ চেম্বারের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মাসব্যাপী মেলায় রয়েছে স্থানীয়, দেশী-বিদেশী মোট ১২০টি স্টল, রয়েছে দৃষ্টি নন্দন করা গেট, আকর্ষণীয় পানির ফোয়ারা, শিশুদের বিভিন্ন ধরনের রাইট যা দর্শনার্থীদের ব্যাপকহারে আকৃষ্ট করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ০৮টা পর্যন্ত চলবে।