Thursday, April 25, 2024
Homeরংপুর বিভাগরংপুর জেলারংপুরে সিডও প্রতিবেদন তৈরি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

রংপুরে সিডও প্রতিবেদন তৈরি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সিডও কমিটির মন্তব্য(২০১৬) বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা ও নাগরিক সমাজের উদ্যোগে সিডও প্রতিবেদন তৈরি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ই সেপ্টেম্বর সকাল দশটায় রংপুর কামাল কাছনা এসোড ট্রেনিং সেন্টারে এই পরামর্শ সভার আয়োজন করা হয়।

এ সভায় রংপুর জেলা কমিটির সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন।

এ সভায় বক্তব্য রাখেন- রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাম্মানা জামান, সমাপণী বক্তব্য রাখেন আয়েসা সিদ্দিকা। এছাড়াও পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা উন্মুক্তভাবে মতামদ পোষণ করেন।

এ সভায় আলোচনার বিষয় ছিল নারীর প্রতি সহিংসতা, গৎবাঁধা প্রথা ও ক্ষতিকর চর্চা, রাজনীতি এবং জনজীবনে নারীর অংশগ্রহণ, ন্যায়বিচার প্রাপ্তি, নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নারী পাচার এবং যৌন শোষণ, বৈষম্যমূলক আইন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়বস্তু।

এই সিডও কমিটির সুপারিশের বাস্তবায়ন পর্যালোচনা অত্যন্ত জরুরি এবং এবং নারীদের জীবনের নানা ক্ষেত্রে অগ্রগতি ও চ্যালেঞ্জিং উঠে আসবে। বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষদের সুচিন্তিত সর্বাত্মক মতামতের মাধ্যমে চ্যালেঞ্জ উররণেনন করণীয় বিষয়গুলো উঠে আসবে এই সভার মাধ্যমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments