মনিসা মৌ- রংপুর মহানগর প্রতিনিধিঃ
রংপুরের হাজিরহাট এলাকায় স্বামীকে মারধর করে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। (২ ডিসেম্বর) শনিবার দুপুর ১ টার দিকে রংপুরের হাজিরহাটের বটতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বসুনীয়া।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, রংপুর নগরীর ২ নম্বর ওয়ার্ড হাজিরহাট এলাকার রানা(৩৩), জাহেদুল ইসলাম(৩২), আলমগীর হোসেন(৩১), হাফিজুল(২৮), শামসুল ইসলাম(৩২), বুলু হোসেন(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত নারী তার স্বামী সহ প্রতিদিন কাগজ কুড়ায়। শনিবার দুপুর ১ টার দিকে তাদের এক সন্তান সহ স্বামী-স্ত্রী কাগজ কুড়াতে কুড়াতে হাজিরহাট এলাকার বটতলায় পৌছায়।
এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধরে নিয়ে যায় এবং রাস্তার পাশে থাকা আসামী জাহিদুল ইসলামের ব্যাবসায়ী ঘরে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে সন্ধ্যায় ওই মহিলা থানায় গিয়ে জানালে পুলিশ সংবদ্ধ ধর্ষণের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেন।
হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বসুনীয়া জানান, ঘটনা জানার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ঘটনার সাথে ৬ জন জড়িত ছিল। বাকি ১ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।