রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে হিমাগার মালিকদের পূনরায় নির্ধারন কৃত ভাড়া কেজি প্রতি ৬.৭৫ পয়সা প্রত্যাখ্যান ও প্রতিবাদ করেছে রংপুর জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মেইল ফটকে সমাবেশ করেন।
বাংলাদেশের সকল কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে হিমাগার মালিক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণের সমন্বয়ে পূনরায় আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণ করতে হবে।
আমরা গত ০২-০৩-২৫ তারিখে নথি নং-১২.০২.০০০০.০০২.১৯.১৩২.২০-১৭৪ জানতে পারি কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক চলতি মৌসুমে কোল্ডস্টোরেজ ভাড়া প্রতি কেজি ৬.৭৫ পয়সা নির্ধারণ করায়, আমরা রংপুর জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতি সহ সকল কৃষক হতাশা গ্রন্থ। এমতাবস্থায় জেলা প্রশাসকের মাধ্যমে কোল্ডস্টোরেজ এর ভাড়া আলুচাষী ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময় করে কোল্ড ষ্টোরেজ ভাড়া প্রতি কেজি ৫/-টাকায় পূর্ণবিবেচনা করে। কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এবং মহাপরিচালক কৃষি বিপনণ অধিদপ্তর দৃষ্টি আকর্ষন করেন।
একটি সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় তদন্ত করে হিমাগার মালিকদের এসোসিয়েশন এবং আলুচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। কোল্ডস্টোরেজ এর ভাড়া নির্ধারণে পূর্ণবিবেচনা করে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, বর্তমান যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। দক্ষিণ অঞ্চলে ৪ টাকা ভাড়া নির্ধারণ করেছে। কিন্তু আমরা ৬.৭৫ পয়সা চাই না। আমরা চাই পুনরায় আলোচনা সাপেক্ষে ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হোক।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।