বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর ক্যাডেট কলেজের ৪ দিনব্যাপী আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মশাল জ্বালিয়ে, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
গতকাল ১৯শে ডিসেম্বর সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত হোসেন। উদ্বোধনী প্রতিযোগিতায় খেলোয়ারদের শপথবাক্য পাঠ করান মেজর মোঃ সাইদুল হক, এ্যাডজুটেন্ট।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ, মেডিকেল অফিসার, কর্মকর্তা, অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেছে ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ। প্রতিযোগিতা উপলক্ষে অপরুপ সাজে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে কলেজের খেলার মাঠ।
এদিকে আগামী ২২শে ডিসেম্বর সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন, বেগম নাহিদ শারমিন।