সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ছাত্রদল। বুধবার (২১ আগস্ট) বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভটি দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রংপুর মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সবুজ, যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম তলাম, জুনায়েদ হোসেন অনিক, শাহরিয়ার রাহাত, সদস্য সাজেদুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম, (২৮ অক্টোবর) লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্ত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈসাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুথানে হাজারের অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশ দাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী জানান।