Saturday, April 20, 2024
Homeঢাকা বিভাগমাদারীপুর জেলারবিবার রাতে পদ্মা সেতু পরিদর্শনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রবিবার রাতে পদ্মা সেতু পরিদর্শনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে অপমানিত হয়েছেন। সেই অপমানের প্রতিশোধই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। যা আগামী ২৫শে জুন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রোববার রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন- পদ্মা সেতু বাঙ্গালির সক্ষমতার সেতু। ২৫শে জুন মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় সংক্ষিপ্ত সুধিসমাবেশে অংশ নিলেও মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় বৃহৎ আকারে জনসভায় ভাষণ দিবেন প্রধানমস্ত্রী। ২৫শে জুনের আগের রাত, অর্থাৎ ২৪শে জুন রাত থেকেই জনগণ জনসভা স্থলে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগমে সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া ২৫শে জুন উদ্বোধনের দিন বেলা ১১টায় সকল নেতাকর্মীকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে প্রধানমন্ত্রীর জনসভায় থাকার আহবান জানান তিনি।

এ সময় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরিয়তপুর-১ আসনের সংসদ ইকবাল হোসেন অপু, শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক মির্জা আজম, কামাল হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments