রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩,৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃত আসামী হলো- ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলাম। গতকাল সোমবার ২৩শে মে ২০২২ইং সন্ধ্যা ৬টা ২০ ঘটিকায় বংশাল থানার মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ গণমাধ্যম কর্মীদের জানান- নবংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ঔষধ মজুত আছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোডাউন তল্লশী করে উদ্ধার করা হয় ২৩,৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন- গ্রেফতারকৃত নাজিমুল নকল ঔষধ খাঁটি বলে বিক্রয়ের জন্য তার গোডাউনে মজুত রাখে। গ্রেফতারকৃত আসামীকে রাজধানীর বংশাল থানায় রুজুকৃত মামলায় পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ২৪শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ২৪শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।