রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পৃথক পৃথক ভাবে দু‘টি অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নাম- মোঃ হাফিজ উল্লাহ ও সাদ্দাম গাজী।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা গণমাধ্যম কর্মীদের জানান- একজন ব্যক্তি কদমতলী থানার মাতুলাইল বিশ্বরোড এলাকায় মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শনিবার ২৮শে মে ২০২২ইং রাত ১০টা ১০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান চালায় এসআই হিরোমন বিশ্বাসের নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ কেজি গাঁজাসহ হাফিজকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও বলেন- অপর এক অভিযানে একইদিন রবিবার ২৯শে মে ২০২২ইং দুপুর ৩টা ৩০ ঘটিকায় এসআই আহমেদ নওয়াজিশ নেতৃত্বে থানার একটি টিম কদমতলী থানার রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ সাদ্দামকে গ্রেফতার করতো সক্ষম হন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। আজ সোমবার ৩০শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।